পাতা:কবিতা ও গান.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 - কবিতা ও গান। তরু ও লতার বিলাপ। লতা বলে— - তুমি তরু, ক্ষুদ্র আমি লতা, হৃদে ওঠে বাসনা অপার, ভালবাসি নাহিক ক্ষমতা। কিছুই ত পুরেন তাহার যতবাসি আরো বাসিবার থাকি যায় শুধু আকুলতা! তরু বলে-- প্রেয়সী জামার! একদিন ছিন্থ বটে তরু, ভালবেসে নাশিছ জীবন ! এখন যে কাঠ মাত্র সার; পূরেন তবুও আকুলত, ক্ষুদ্রলতা আজি সে বিশাল, না জানি সে বাসনা কেমন ! পদতলে পড়ে আছি তার ! সোহাগের বন্ধনের ফেরে কোমলত ভেস্কেছে পাষাণ, তমু অবসন্ন জর জর, লতাতেই পড়িয়াড়ি ঢাকি, বিহ্বল প্রেমের সুধা ঘোরে পূরিল না বাসন এখনো? জ্ঞানহীন আছি মর মর। মরিতে যে স্থাছি শুধু বাকি! —=ంకా