পাতা:কবিতা ও গান.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। &é কেউ চানাে আপন পনে। কি রকম এ দাবী তোমার ? সবাই পাপী সবাই তাপী, সদাই চাহ ক্ষমা ক্ষম, অপরাধী বিশ্বজোড়া ; একবার হিসাব খুলে দেখ দেখি তুমিই কেবল মাঝখানেতে কতটা রেখেছ জমা ! দাড়িয়ে আছ ফুলের ভোড়া! বাকি কিছু রাখনা ত’ তোমার দোষ কি দোষের বাচ্য ? পেলে পরের খুঁট নাট! বক্ষ ফাঁটে রাগে ভারি ; তখন,পদাপে আঁৎকে উঠে অযতনে রতন মলিন, ঘরের মধ্যে পাষাণ মাটী। দোষটা সে ত’ জগড়েন্ত্ৰি ! তারা বুঝি গরীব দুখী, একি হায় রে ধরার ধারা । কৰ্ম্মের ফল তাদের বেলা! কেউচাহেনা আপন পানে, নবাবের আর কে দেয় জবাব, সবাই কেবল ভ্র বঁাকায়ে আপনি কয় লীলা খেলা! পরের প্রতি দৃষ্টি ছানে! -سساحبهه مست.