কবিতা ও গান । २१ পাওনি কি, পাওনি কি মন ? তাই কি গো দিনরাত ধরে সদা হেন বিষাদ ক্রনন ? . কিম্বা গো বিফল হয়ে প্রেমে নাহি কোন পেয়ে প্রতিদান, আপনার গৌরবে তোমার দারুণ বেজেছে অপমান ? তাই বুঝি হৃদয়ের সনে মত্ত আছু সদা ঘোর রণে ? বশেতে আনিতে চাও বুঝি বিদ্রোহী সে অবাধ্য পরাণ ? তাহাও ত নহে গো জলধি, কে না বল ভালবাসে তোরে ? দেখিলে ও সৌন্দৰ্য্য গভীর কার হৃদি প্রণয়ে না পোরে? অবিশ্রাস্ত দিন রাত ধ’রে দ্বড় ব্যগ্ৰ বিয়াকুলননা, সঁপিতে ত ঐ পদে প্রাণ চলিয়াছে ছুটিয়া ঝরণ। অতুল ও রূপের তোমার কি আছে যে ক্ষমতা মোহন, দেখিলে একটিবার যে গো অমনি মোহিত ত্রিভুবন । * যে মুহূর্বে প্রাণ নিয়ে যার জলধি, করিতে থাক খেলা, তখনো যে মুগ্ধ আঁখে তোরে নেহারে সে মরিবারো বেলা ! কিছুরি অভাব নাহি তব, ইচ্ছাতেই পুরে যে কামনা ; তবে কেন কঁাদ দিন রাত শুধাই গো তোমারে, বল না ? কত হতভাগ্য নর নারী হৃদে পুষি দারুণ হতাশ, কাটাইছে দিবস যামিনী নাহি তার বাহিরে প্রকাশ ; প্রলয় ঝটিকা ধরি মনে নাহি ফেলে একটি নিশ্বাস, আঁধার মরম অতি ঘোর অধরেতে হাঁসির বিকাশ ! তব সম কত অশ্রুসিন্ধু, লুকায়ে রয়েছে ধরি বুকে, এক ফোট জল তার তবু উথলে না নয়নে সে দুখে। জলধি-গে।— দুঃখ নেই জালা নেই তবে কেন কঁাদ সারাদিন ধ’রে ? কিছুরি অভাব নাহি তব, কেন কঁদি কঁদিবারি;তরে ?
পাতা:কবিতা ও গান.djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।