পাতা:কবিতা ও গান.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান । অপরান্ত্রে। একি অপরূপ ঘট । পুরবে চাদের আলো পশ্চিমে অরুণ ছটা ; রঙের তুফান ওঠে, পদ্ম কুলু কুলু ছোটে, বিকালে উষার লীলে রঞ্জিত বটের জট । দুর দুরাস্তর পুরে কোকিল পাপিয়া ঝুরে, এ ভাঙ্গন ধরা, হায়, বিজন তটিনী তীরে— পশে কি না পশে কাণে, স্বপনের মত প্রাণে জাগায়ে অতৃপ্তি ব্যথা শূন্তে তা মিলায় ফিরে । হেথা শুধু শাখে থাকি ডাকে কে অচেনা পার্থী ঘড়ির কাটার তানে মুহূমুহূ টুক টুক ; বাবলার ফুল আর, শূন্তে ঢালে উপহার, - কি জানি তাহার প্রাণে ইথে কত খানি মুখ !