পাতা:কবিতা ও গান.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। আমার সে ফুল দুটি। [. সারাদিন পথ চেয়ে থাকি ! ধীরে ধীরে রবি উঠে অন্ধকার পড়ে টুটে, ফুলগুলি মেলে হাসি আঁখি, সারাদিন পথ চেয়ে থাকি ! আমার সে ফুল ছুটি কখন উঠিবে ফুটি' উষার বরণ রাঙ্গা মাখি ? ও সারাদিন এই আশে থাকি ! হোল বেলা চলে গেল, ধীরে ঐ সন্ধ্যা এল, আলোক আঁধারে বাধি বিবাহ বাধনে ; আধেক আঁধার ভাসে, আধেক আলোক হাসে, , সব একময় শেষে মিশিয়া দু প্ৰাণে।