পাতা:কবিতা ও গান.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। 数* সবে প্রভাতের বেলা ফুটেছে যে ফুলহ্বালা, নবীন বর্ণমাখা কিশলয় সাজে, তাদের ফুরালো খেলা, সমাপন করি পালা, ঝরে ঝরে পড়ে সরে দু দণ্ডেরি মাঝে ! নাই সে মোহিনী সাজ, প্রফুল্ল বয়ান, বেশ ভূষা সব বাসি, *江 মলিন সে ফুল্ল হাসি, নাট্যশালা হতে সবে করিছে প্রয়াণ ; আর এক পথ দিয়ে নূতন সৌন্দর্য্য নিয়ে ফুটিছে তারার ফুল ঝলসি নয়ান। এক আসে এক যায়, না ফুরাতে হায় হায়, সে ‘হায়ে’ নুতন হাসি অমনি ফেলেরে ঢাকি ; যে যায় সে শুধু যায়, যেমন তেমনি হায়, জগতের সব বুঝি ফাকি ! সারাদিন পথ চেয়ে থাকি ! আসে রাত সন্ধ্যা"ষায়, প্রাণ করে হায় হায়, কোথায় সে হৃদয়ের আঁখি ?