পাতা:কবিতা ও গান.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২
কবিতা ও গান।

সেই ত বহিছে তেমনি করিয়া
সমীরণ মৃদু মৃদু
সেই ত তারকা উজলে বিমান
অমৃত চালিছে বিধু;

পাপিয়া কোকিল গাহিছে সেই ত
কেন নাহি মোহে প্রাণ,
কেন আর,সখি,নাহি মন ওঠে
গাহিতে লো কোন গান?

সেই ত হোথায় বীণা আছে পড়ে
ছুঁইতে পারিনে আর,
কতদিন হতে কি বলিব,সখি,
নীরব আছে ও তার!

দুই দিনে,বালা,সকলি ফুরালে,
ঘুচিল কি ছেলেবেলা!
ফুরাইল সুখ, ফুরাইল দুখ,
ফুরাইল সাধের খেলা!