পাতা:কবিতা ও গান.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
৫৫

বিষন্ন হেমন্তে যবে,
বৃক্ষের পল্লব সবে
শুকায়ে পড়িবে খ’সে খ’সে চারি ধারে,
তখন স্মরিও নাথ স্মরিও আমারে।
নিদারুণ শীতকালে,
সুখদ আগুণ জ্বেলে,
নিশীথে বসিবে যবে অনলের ধারে,
তখন স্মরিও নাথ স্মরিও আমারে।

সেই সে কল্পনাময়ী সুখের নিশায়,—
বিমল সঙ্গীত তান,
তোমার হৃদয় প্রাণ
নীরবে সুধীরে ধীরে যদি গো জাগায়—
আলোড়ি হৃদয়তল,
একবিন্দু অশ্রুজল,
যদি আঁখি হ’তে পড়ে সে তান শুনিলে,—
তখন করিও মনে,
একদিন তোমা সনে,
যে যে গান গাহিয়াছি হৃদি প্রাণ খুলে,
তখন স্মরিও হায় অভাগিনী ব’লে।