পাতা:কবিতা ও গান.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
৬৩

উপকূলে সারে সার
শোভিছে দীপের হার,
তরঙ্গে তরঙ্গে ভাসে উৎসর্গ দেউটি;
মহোৎসবে হুলস্থূল,
রাতে যেন দিন তুল
জল স্থলে আলোকের ফুল ফোটাফুটি।

বুঝি বা স্বর্গের তারা
মন্ত্রাহ্বানে আত্মহারা,
ধরায় ফুটেছে আসি দেবী-পদতলে;
সমাপি এ পুণ্য কম্ম
লভিবে নুতন জম্ম,
বিসর্জ্জি জীবন আজ জাহ্নবীর জলে।

* * * * * *

সুবিজন নিরালয় ঠাঁই,
প্রমোদ উৎসব হেথা নাই,
স্নান করে বিধবা একাকী,
সঙ্গে মেয়ে বালিকা বড়াই।

অষ্টম বর্ষীয়া শিশু বালা,
উমা যেন,স্বর্ণলতা নাম;
মিষ্ট মিষ্ট আধো বাধো কথা,
নাহি কিন্তু কথার বিরাম।

উপকূলে বসিয়া একাকী
জ্বালাইছে পূজার প্রদীপ,
এই জ্বলে এই নিভে যায়,
দু একটি করে টিপ টিপ।

কর যোড়ে জপিছে জননী,
‘দয়া কর দয়াময়ী গঙ্গে’!
সহসা নীরব হয়ে শোনে
বালিকা কি কহিতেছে রঙ্গে।