পাতা:কবিতা ও গান.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
৭১

জীবনে আরম্ভ হোল কাজ,
আজ আমার নূতন জীবন!
সমুখে এ কাহার মুরতি
শ্রান্ত আঁখি খুলিনু যখন?

কলিকাটি নতমুখী একা,
তুষার আবৃত হিম দেহ!
না ফুটিতে অবসন্ন ক্ষীণ
কেহ নাই করিবারে স্নেহ!

ঘুচে গেল শ্রান্তি অবসাদ
দাড়াইনু তার পাশে আসি,
সযতনে আগ্রহে উদ্যমে
ঘুচাইনু সে তুষার রাশি!

আনন্দ পুলক অভিনব
শিরে শিরে হোল বহমান,
মিছে হাসি খেলা ধূলা সব
সেই দিন হতে অবসান।

* * * * * *

আজ আমার কাজ সমাপন,
চিরতরে জীবনের ছুটি,
মলিন কলিকা সে আমার
মধুরূপে উঠিয়াছে ফুটি।

সযতনে পাখনায় ঢাকি
গণিয়াছি মুহূর্ত্ত পলক;
প্রাণ ভরা সে স্নেহ আদর
ধন্য বিধি আজিকে সার্থক!

আজি আর নহে সে একাকী,
আজি সে ত নহে দীন হীন,
অলি কহে মধুর বচন
বায়ু গাহে প্রেম সারাদিন।

প্রাণ ভোরে দান করে রবি;
সুবিমল আলোক কিরণ,
দেখে চেয়ে কবি মহাকবি
রূপমুগ্ধ বিস্মিত নয়ন।