ওকি আর ফুল আছে? ও যে শুধু ঝর দল, কেন আর সমীরণ উহারে ছুঁইবি বল? মধুর সোহাগে তোর ও ত আর গাহিবে না, নয়নে ঢালিয়া সুধা ও ত আর চাহিবে না; সুখের পরশে শুধু শুকাইবে দলগুলি, সমীর ফিরিয়া যা রে মরণ-সোহাগ ভুলি!