পাতা:কবিতা ও গান.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
৭৭

সুখ বা যন্ত্রণা ইহা? শূন্য,মায়ামোহ?
দু দণ্ডের মরীচিক অবসান ভাতি?
এখনি সরিয়া যাবে যে যাহার দূরে—
কে কাহার আঁখিতারা কে কাহার সাখী?
তা নহে তা নহে, ইহা নহে অভিশাপ,
দেবতার আশীর্ব্বাদ মঙ্গলসূচন;
জীবন আরম্ভ পুন নুতন করিয়া,
পরিপূর্ণপ্রেমে তাই বিশ্বাস মিলন।

এই উষাময়ী সন্ধ্যা হইবে বিলীন
নুতন মধুর দৃশ্য শুধু আনিবারে,
নুতন পুলকভরা জোছনা রজনী
অবসান হবে নব প্রভাত মাঝারে।

আসে যদি সুগভীর রজনী আঁধার
ঝটিকার ভয়াবহ তরঙ্গ লইয়া,
এ দুটি তারকা হৃদি আলিঙ্গিয় দোঁহে
উজ্জ্বল হইবে আরো অধিক করিয়া।

দুজনের অপূর্ণতয়া পূর্ণ করি দিয়া
চির প্রেম চির কান্তি চির শান্তি ধরি,
প্রণমি অনন্ত পদে বেড়াবে ভাসিয়া
জীবনের কক্ষপথ আলোকিত করি!