পাতা:কবিতা ও গান.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৮
কবিতা ও গান।

নিশীথ সঙ্গীত।

জীবন অভিনয়।

এই ত জীবন অভিনয়!
কেহ কাঁদে কেহ হাসে   দাড়াইয়ে পাশে পাশে,
তবুও কাহারে কেহ নয়!
এই ত জীবন অভিনয়!

বিশ্ব ঘোর থম্ থমে;    বৃষ্টি পড়ে ঝম ঝমে,
নিশীথিনী বিরহে চমকে।
থেকে থেকে ক্ষণে ক্ষণে    নীরদের গরজন
বায়ু বহে দমকে দমকে।

গাছ পালা জেগে উঠে,    এ উহার গায় লুটে,
বিজলি চমকি চলি যায়;
লতা পাতা শুন্য জুড়ে,    বৃষ্টির কণিকা উড়ে,
তুষার বরণ ধুম ভায়।