পাতা:কবিতা ও গান.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
৭৯

শ্রান্ত ক্লান্ত ম্লান দীন,    রমণী আশ্রয় হীন,
দাঁড়াইয়া ভিজিছে কাননে;
জানালার পথ দিয়া,    আলো উঠে ঝলকিয়া
এক দিঠে নেহারে নয়নে।

কে তুমি দুখিনী মেয়ে,    অশ্রুধারা পড়ে বেয়ে,
এ বুঝি তোমারি ছিল ঘর?
অভিমান ব্যথা ভরে    গিয়াছিলে ছলিবারে
আসিয়া দেখিছ সব পর!

কি আর চাহিয়া দেখ    সাড়া আর দিওনাক
আমোদে রয়েছে ওরা থাক।
এখানে নাহিক স্থান    ফির নিয়ে অভিমান,
পরাণ নিভিয়া যাবে যাক।

রমণী আশ্রয় চায়,    কেহ না শুনিতে পায়,
রুণু রুণু নুপুর উথলে;
সুখের সাহানা তান    উথলে বৃষ্টির প্রাণ
অভাগিনী কেঁদে যায় চলে!

নিজের বিষাদ ভুলে    আকুল নিশ্বাস তুলে
নিশীথিনী গায় শোক গীত,
গৃহেতে উথলে গান    রুণুঝু নুপুর তান
অবিশ্রাম এই রঙ্গ রীত!