পাতা:কবিতা ও গান.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৪
কবিতা ও গান।

তবুও উত্তর নাহি দিল কেহ,
রোদনও আরত শোনা না যায়;
অধীর হৃদয়ে বাহি চলে জেলে,
ঝটিকায় তরী রাখাও দায়।

তুফাণের পর উঠিছে তুফাণ,
গেল গেল তরী নাহিক আশ;
নাহি ভুরুক্ষেপ সেদিকে তাহার,
জলে চেয়ে দেখে চুলের রাশ।

ঝাঁপাইয়া পড়ি চোখের নিমেষে
পিঠের উপর দেহটি তুলে,
তরঙ্গের সাথে যুঝিয়া যুঝিয়া
প্রাণ পণে জেলে উঠিল কুলে।

জেলেনী দাঁড়ায়ে স্তম্ভিত মূরতি,
নামাইল দেহ তাহার কাছে;
অবসন্ন প্রাণ, রুদ্ধশ্বাস দেহ,
আপনি লুটিয়ে পড়িল পাছে।