পাতা:কবিতা ও গান.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
৮৩

বর্ষায়।

সুনিবিড় ঘন গরজে সঘন,
ঝর ঝর বারি ঝরণা;
সচকিত দিশি,চমকিত নিশি,
ঘোর তামসী বরণা!

স্বন স্বন স্বন দুরন্ত পবন,
চমকিছে মুহু দামিনী!
সে গো একাকী আপনে রয়েছে কেমনে?
বুঝি  জাগরণে কাটে যামিনী!

যত  গরজন গুরু হিয়া দুরু দুরু,
শূন্য পানে আঁখি লগনা;
বুঝি আমারি স্মরণে,আমার স্বপনে,
আমারি বিরহে মগনা।