পাতা:কবিতা ও গান.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৮
কবিতা ও গান৷

বসন্ত জ্যোৎস্নায়।

জোছনা হসিত নিশ, বসন্ত পূরিত দিশ,
প্রকৃতি নয়নে ঘুম ঘোর,
কুসুম সুবাস হিয়া   উঠিতেছে উছলিয়া,
চাঁদ পানে চেয়ে ভাবভোর!

উদাস মলয় বার   আনমনে বহে যায়,
প্রাণে মেশে প্রাণের পিয়াস;
সে মধু পরশ লাগে,   তটিনী চমকি জাগে,
ধীরে বহে সুখের নিশ্বাস।

উপকূলে তরুগণ   নেহারিয়ে কি স্বপন
কে জানে হরষে মাতোয়ারা;
সুনীল অম্বর পাশে   তারাটি মুচকি হাসে,
কোথা থেকে বহে গীত ধারা!

মধুর স্বপন বেশ,   মধুর স্বপন দেশ,
সঙ্গীতের মধুর উচ্ছ্বাস;
বিহ্বল চাঁদিনী নিশি,   বিহ্বল বাসন্তী দিশি,
প্রাণে জাগে থাকুল পিয়াস!