এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
৮৯
জ্যোৎস্নায় নদীকূলে।
আজি এ জোছনা রাতে মধুর বসন্ত বাতে,
কবেকার কথা পড়ে মনে!
শাদা মেঘ ভেসে যায়, চাঁদখানি হেসে চায়,
ঢল ঢল মধুর স্বপনে।
সমুখে তটিনী বয়, উপকূল বালুময়,
চারিদিকে রজত তুফাণ;
শুভ্রতার নাহি তুল, জলে স্থলে সব ভুল,
ম্লান কেন দু-একটি প্রাণ!
ওপারে দিগন্ত বাঁকা, নিবিড় গহনে আঁকা
শুভ্রতা হোথায় কাল কায়া;
ও যেন গো জোছনার আঁধার হৃদয় ভার,
হায়! একি জগতের মায়া!
আঁধারেতে টিপ টিপ করে দু-একটি দীপ,
আকাশে অগণ্য তারা ভায়;
বিমানের শুভ্র কায়া, তরুর জলদ ছায়া,
তটিনীর হৃদয় দোলায়
প্রবাহিত হৃদি মাঝে বিশ্বের মহিম রাজে,
গরবিনী উথলিত কায়!