• প্রবন্ধ অক্তিশয় কঠিন, তাহারো ভাবtথ ব্যাখ্যা করিব, এবং অপরাপর প্রাচীন কবি দিগের ভিন্ন ভিন্ন ভাব ভেদের পদাবলীর ভিন্ন ভিন্ন রূপ স্বরূপার্থ সাধ্যমতে বর্ণনা করত সৰ্ব্ব লোকের সুবিদিত করিতে কখনই ক্রটি করিব না । এই ক্ষণে গত কালের কথাই নাই, জীবনের অবশিষ্টকাল যাহা এপর্যন্ত বক্রী অাছে তাহ শুদ্ধ এই কাৰ্য্যেই যাপন করিব । যদিও আমারদিগের এই সঙ্কল্প উচ্চ তরু-ফল-গ্রহণেচ্ছ বামনের ন্যায় হাস্যজনক হইতেছে, অর্থাৎ এই নরলোকে বাস করিয়া পরলোকে গমন করিতে না হয় । অণর ব্রহ্মার ন্যায় পরমায়ুং, কুবেরের ন্যায় ধন, কর্ণের ন্যায় দানশক্তি, বৃহস্পতির ন্যায় বিদ্যা বুদ্ধি, ব্যাসের ন্যায় লিপিশক্তি এবং ভীমের ন্যায় বল, এই কয়েকটীর একত্র সংযোগ হয়, তবে একদিন প্রবৃত্ত হওয়া কৰ্ত্তব্য কি ন৷ তাহাতেও সন্দেহ করিতে হয়। যাহা হউক, সৎকর্মের অনুষ্ঠান কদাচ নিন্দনীয় নহে ; সৰ্ব্বতোভাবে সম্পন্ন না হয়, কি করিব, পরমেশ্বর স্মরণ পূর্বক সাধ্যমত চেষ্টার অন্যথা করিব না। ভাবি ভবন ভাবনা করিয়া গণন্ত খfক কর্তব্য হয় না, ইহাতে আমারদিগের ভাগ্যক্রমে বtঞ্ছ ফলপ্রদ ‘পরম কারুণিক পরমেশ্বর যাহা করিবেন তাহাই হইবেক । এই বিষয় সংগ্রহ করণার্থ আমরা বহু ব্যয় স্বীকার পূর্বক বহ স্থান ভ্রমণ ও বহু লোকের উপাসন করত বহুবিধ ক্লেশ গ্রহণ করেয়াছি, বহুকালের পর বহু পরিশ্রমে অদ্য অভিলষিত ফল সুসিদ্ধ করিলাম। যদিও এই পুস্তক অধিক পৃষ্ঠায় পরিপূরিত হয় নাই, কিন্তু ভূমিকা এবং কবিতা সকল অতি ক্ষুদ্রক্ষিরে মুদ্রিত হওয়াতে বিষয়ের স্বল্পত কিছুই দেখিতে পাইবেন না, বড় অক্ষরে ক্ষুত্র শরীরে প্রকাশ করিলে ইহার দ্বিগুণ অপেক্ষ। বরং অধিক হইত। সুতরাং ১ এক টাকা মুল্য নিদ্ধারিত না করিলে কোনক্রমেই আমারদিগের গুরুতর পরিশ্রম, যত্ন, চেষ্টা এবং ব্যয়ের সফলত হইতে BB DSS BBB BB BBBBBB BBBB DDBBBS BBDD
পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।