পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| > || ডুবিয়া মরিব জলে, থাকিব স্বামির কোলে, হেন কালে * श्ञ है प्रययtैौ । નિક ফেলাইয়1আলি, পুন গিয়া খাওতুলি,পাবে পতি ন। কাদিও ধনী উপদেশ পেয়ে ধেয়ে,সির্ণি কুড়াইয়ে খেয়ে, মৃত পতি বাচাইল প্রাণে । জামাতার মুখ দেখি, সদাগর হৈল সুখী, সিরিণী করল সাবধানে । এ তিন জনার কথা, পাঁচালী প্রবন্ধে গাথা, বুদ্ধি রূপ কৈল নানা জন। দেবানন্দপুর গ্রাম, দেবের আনন্দ ধাম, হীরারাম রায়ের বাসন। ভারত ব্রাহ্মণ কয়, দয়া কর মহাশয়, নায়কেরে গোষ্ঠির সহিত। ব্রত কথ1 সাঙ্গ হলো, সবে হরি হরি বলে, দোষ ক্ষম যতেক পণ্ডিত । এই কবিতা যৎকালে, রচনা করেন তৎকালে ভারতের বয়স পঞ্চদশ বৎসরের অধিক হয় নাই। যদিও এতন্মধ্যে কোন কোন স্থানে মিলের কিঞ্চিৎ দোষ আছে, কিন্তু গুণাকরের এদোষ দোষের মধ্যেই ধর্তব্য হইতে পারে না,—কারণ একে বয়সের স্বল্পতা এবং সময়ের স্বল্পতা, তাহাতে আবার এই রচনা প্রথম রচনা—ইনি সৰ্ব্বশেষে যে সকল গ্রন্থ বিরচন করেন তাহার তুলনাপ্রায় দেখিতে পাই না । - উল্লেখিত ত্ৰত কথা ব্যতিরেকে চৌপদীচ্ছন্দে আর একটি কথা, রচনা করেন।–লেখকের লেখার দোষে তাহার স্থানে স্থানে আতিশয় প্রমাদ ঘটিয়াছে। কত ক পারস্য, কতক বাঙ্গাল ও কতক সংস্কৃত * সাত নকলে আসল খাস্ত” তাহাই হইয়াছে। কোন কোন পদের চারি পচি টা কথাই নাই, সুতরাং অর্থ সং গ্রহ করা অতিশয় কঠিন হইয়াছে।—কি করি,উপায় নাই, আর একখানা হাতের লেখা পাইলে ঐক্য করিয়া দেখ। যাইত।—যাহ-হউক, বহুকষ্টে যাহা সংগ্ৰহ করিয়াছি डझाई निर्शउोट* গ্রক