পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ >१ ] লেন, তথাকার শ্ৰীশ্ৰীe) গোপীনাথজীর ঐ মন্দিরে দশনার্থ গমন করিয়া দেখিলেন, কীৰ্ত্তনকারি গায়কের “মনোহরসায়ি” কীৰ্ত্তন করণের অনুষ্ঠান করিতেছেন। সেই দেবমন্দিরে বৈষ্ণবদিগের সহিত একত্রে প্রসাদ পাইয়া কীৰ্ত্তন শুনিতে বসিলেন । কৃষ্ণ লীলারসামৃত পান পূর্বক তৎকালে গুণাকর কবিবর অতিশয় মুগ্ধ ও তাত্র হইয়। প্রেমাত্র পাতন করিতে লাগিলেন । ঐ খানাকুল গ্রামে র্তাহার শালীপতি ভ্রাতার বাটা, রঘুনাথ ভূত্য তাহা জ্ঞাত ছিল, এখানে ইনি মেহিত হইয়া সংকীৰ্ত্তন শুনিতেছেন, ও দিগে রঘুনাথ গোপনে গোপনে গ্রামের ভিতর প্রবেশ পূর্বক ভট্টাচার্য্যের ভবনে গিয়া তাহার শালী এবং ভায়রাভাইকে বিস্তারিতৰপে সমুদয় বিবরণ অবগত করিল । তচ্ছবণে ভট্টাচার্য্যেরা অনেকেই একত্রে দেবালয়ে আগত হইয়া গান সমাপ্তির পর বিস্তর প্রৰোধ দিয়া ভারতচন্দ্রকে আপনারদিগের বাটীতে আনয়ন করত তৎক্ষণাৎ নাপিত ডাকাইয়া দাড়ি গোপ ফেলিয়া দিলেন এবং গেরুয়া বস্ত্র পরিত্যাগ করাইয়৷ উত্তমৰূপ ধেীতবস্ত্র পরাইলেন, আর নানা প্রকার অনুরোধ ও উপরোধ দ্বারা তাহার মনের ভাব পরিবর্তন করত পুনর্বার সংসারধৰ্ম্মে আসক্ত করিলেন, কিন্তু কোনক্রমেই র্তাহার পিতা ও ভ্রাতাদিগের নিকট লইয়। যাইতে পারিলেন না। রায় সেই প্রস্তাৰে উত্তর করিলেন “ জামি আপনারদিগের বিশেষ অনুরোধক্রমে তীর্থ ভ্রমণ, যোগ