বঙ্গভাষাভূষিত প্রাচীন পদাপুঞ্জ এবং তত্তং প্ররচক পুরাতন কবি কদম্বের জীবনচরিত সংগ্রহ পূৰ্ব্বক সাধারণের সুগোচর করণার্থ অণমি প্রায় দশ বৎসর পর্যন্ত প্রতিজ্ঞাপথের পথিক হইয় প্রতি নিয়ভই উৎসাহরখের চালনা করিতেছি, এই বিষয়ের নিমিত্ত ধন, মন, জীবন পর্যন্ত পণ করিয়াছি,—সাংসারিক সমুদয় সুখ হইতে প্রায় বঞ্চিত হইয়াছি। নিয়তই আহাঃ নিদ্রা ও অণর অণর কার্যের নিয়ম লঙ্ঘন করিতেছি । স্থলপথে ও জলপথে ভ্রমণ পুৰ্ব্বক নানাস্তানি হইয়৷ নানা লোকের উপাসনা করিতেছি। স্থানবিশেষে গর্মন পুৰ্ব্বক প্রার্থিত পদের ব্যাপারে কৃতকার্য হইতে পারলে তৎপ্রতি নেত্র নিক্ষেপ করিতে করিতে এমত বিবেচনা করিতেছি, যেন এই পদ দ্বারা অদ্য ইন্দ্রপদ প্রাপ্ত হইলাম, কি শিবপদ প্রাপ্ত হইলাম, কি ব্ৰহ্মপদই প্রাগু হইলাম । তৎকালে পুৰ্ব্বকার সকল দুঃখ এককালেই দূর হইয়া যায়, সমুদয় উদ্যোগ, সমুদয় যত্ন এবং সমুদয় শ্রম সফল জ্ঞান করিয়া অনন্দসাগরে ভাসমান হইতে থাকি। অপিচ সম্যক প্রকার চেষ্টা দ্বার তাহ সংগ্ৰহ করিতে না পারিলে জগদীশ্বর স্মরণ পুৰ্ব্বক শুদ্ধ অtক্ষেপ করিয়াই অন্তঃকরণকে প্রবোধ প্রদান করি। অধুন। এই বিষয়ে আমার মনের অবস্থা যেরূপ হইয়াছে তাহ কেবল সৰ্ব্বন্তর্যামী জগদীশ্বর জানিতেছেন। এই জগতের অপর কোন জ্বামেদেই আমোদ বোধ হয় না, অপর কোন কৰ্ম্মেই প্রবৃত্তি জন্মে না, किछुट्टङझे मन झिम्ल श्ब्र मl, अनदङ्गऊ भ:न भरन ७क शूद्रांठन कवि o 学s
পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।