পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* [ & & ) কোন কারণ বশতঃ যাহার স্বামী দূরদেশস্থ হয়, তাহার অসঙ্গম জন্য.দুঃখেতে কাতরা যে নারী তtহার নাম প্রোষিতভৰ্ত্ত কা । রসমঞ্জরী গ্রন্থের ভূমিকা । “রসমঞ্জরী গ্রন্থারম্ভ । ত্রিপদী । জয় জয় রাধ। শ্যাস, নিত্য নব রস ধাম, নিরুপম নয়িক নায়ক । সৰ্ব্ব সুলক্ষণধারী, সৰ্ব্ব রস বশকারী, সৰ্ব্ব প্রতি প্রণয়কারক । বীণ বেণু যন্ত্র গানে, রাগ রাগিণীর জানে, বৃন্দাবনে নটিক নাটক। গোপ গোপীগণ সঙ্গে, সদা রাস রসরঙ্গে, ভারতের ভক্তি প্রদায়ক। রাঢ়ীয় কেশরী গ্রামী,গোষ্ঠীপতি দ্বিজ স্বামী,তপস্বী শাণ্ডিল্য শুদ্ধাচার রাজঋষি গুণযুত, রাজা রঘুরাম স্থত, কলিকালে কৃষ্ণ অৰতার । কৃষ্ণচন্দ্র মহারাজ, সুরেন্দ্র ধরণী মণঝ, কৃষ্ণনগরেতে রাজধানী ! সিন্ধু অগ্নি রাহু মুখে,শশী বাপ দেয় দুখে, যার যশে হোঁয়ে অভিমানী ভার পরিজন নিজ, ফুলের মুখটি দ্বিজ, ভরদ্বাজ ভারত ব্ৰাহ্মণ । ভূরিশ্ৰেষ্ঠ রাজ্যবাসী,নানা কাব্য অভিলাষী, যে বংশে প্রতাপনারায়ণ রাজবল্লতের কার্য্য, কীৰ্ত্তিচন্দ্র নিল রাজ্য, মহারাজ রাথিলা স্থাপিয়! রসমঞ্জরীর রস, ভাষায় করি েতবশ, আiজ্ঞ দিলা রসে মিশাইয়া। সেই অজ্ঞা অস্থসরি, গ্রন্থারম্ভে ভয় করি, ছল ধরে পাছে খলজন । রসিক পণ্ডিত ষত, যদি দেখ দুষ্টমত, সারি দিব। এই নিবেদন ।”

  • sosassasso ** **

আমরা এইস্থলে ভারতচন্দ্রের গুণ বর্ণনা আর কত করিব ? কোনমতেই লিখিয়া শেষ করিতে পারি না, যত লিখি ততই লেখনী নৃত্য করিতে থাকে, আদ্য যাহা প্রকাশ করিলাম, ইহা কেবল অঙ্গদর্শ মাত্র। উক্ত গুণ