[ ہر ] বৰ্দ্ধমুনে গিয়া মোক্তারি পদে অভিষিক্ত হয়েন। অপিচ তথায় কিছু দিন বিষয় কৰ্ম্ম ও কারাভোগ করণস্তর ৭৮ সাত, অ্যাট, বৎসর উদাসীনের বেশে শ্ৰীক্ষেত্রে বাস করিয়া প্রত্যাগমন পূর্বক “ ৪০ ” বৎসর বয়সে ইন্দ্রনারায়ণ চৌধুরির রূপায় কৃষ্ণনগরাধীপের আশ্রয় প্রাপ্ত হইয়াছিলেন । এবং সেই বর্ষেই রাজাজ্ঞায় অন্নদামঙ্গল রচনা করেন। এমত কিম্বদন্তী, যে রাজা এবং রাজপণ্ডিতেরা এই রচনায় অনেক আনুকুল্য করিয়াছিলেন । ফলে ইহা সৰ্ব্বতোভাবেই বিশ্বাসের ষোগ্য বটে। কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদণমঙ্গলকে নির্দোষ না করিয়া আর প্রকাশ করিতে । দেন নাই। " অপিচ —এই মহাব্যাপারে প্রবৃত্ত হইয়া যত দুর করিতে হয় আমরা সাধ্যমতে তাহার ক্রটি করি নাই। ষেপৰ্য্যন্ত সংগ্ৰহ করিয়া অদ্য প্রকটন করিলাম, ইহার অতীত যদি আর কোন বিষয় কাহারো নিকট থাকে তবে তিনি অনুগ্রহ পূৰ্ব্বক তাহ প্রেরণ করিলে পরম উপকার স্বীকার করিব । যেমন সমুদ্র সম্বন্ধে গোস্পদ, পৰ্ব্বত সম্বন্ধে রেণু, মহাকাশ সম্বন্ধে ঘটাকাশ, স্বৰ্য সম্বন্ধে খদ্যোত, হস্তী সস্বন্ধে মশক।—এবং সিংহ সম্বন্ধে শৃগাল, সেইৰূপ ভারতচন্দ্র সম্বন্ধে আমি। অতএব এই মহাপুরুষের জীবন চরিত” রচনা স্কুত্রে তাছার পণ্ডিত্য, কবিত্ব, বিদ্যা ও গুণাকরের আর আর গুণের বিষয়ে অামি যে অভিপ্রার
পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।