পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওগো হিমশৈল গেহিনি, গো রাণি ! শুন মঙ্গল বচন, এলো গিরি লয়ে প্রাণ উমারে । কি কর কি কর রাণি ! শুন গো জয় জয় ধ্বনি, আজি কি আনন্দ গিরিপুরে। দেখে এলাম রাজপথে, তোমার তনয় দাড়ায়ে রথে, গো ! শ্রমবিন্দু মুখবরে । বারেক সে মুখ চেয়ে, অমনি আইলাম ধেয়ে, পুণ্যবতি । লইতে তোমারে ॥ জয়! কি বলিলে আরবার বল, আমার গৌরী কি ভবনে এলে গো ! মরেছিলাম না দেখিয়ে তারে। কহিতে কহিতে রাণী, ধাইল যেন পাগলিণী, কেশপাশ বাস না সম্বরে, গো! ॥ দেখিয়ে সে চাদমুখ, রাণী পাশরিল সব দুঃখ, গো কোলে নিল ধোরে দুটি করে। কমলাকাস্তের বাণী, বিলম্ব নাকর রাণি ! বরণ বরিয়ে লহ স্বরে। ২২৭ ৷ রাগিণী পরজ কালাংড়া। তাল জলদ্র তেতালা ॥ এখনি আসিবে গো ! গিরিরাজ, আনন্দে অভয়া লয়ে। আজি জুড়াইব আঁখি, চল সখি দেখি গিয়ে ॥ মেনকা রাণীর দাসী, প্রতি ঘরে ঘরে আসি, মনের তিমির নাশি, মঙ্গল গিয়েছে কয়ে । তোমরা যতেক এয়ো, রাজার ভবনে যেয়ো, বরণ বরিয়ে রাণী, লৰে থো আপনার মেয়ে ॥ নগর নিকটে শুনি, উঠিল মঙ্গল ধ্বনি ; ধাইল যত রমণী, সবে উন্মত্তা হৈয়ে। সম্মুখে শঙ্কর রথ, হেরিয়ে যুৱতী যত ; পাশরিল মনোহুঃখ, বিধুমুখ নিরখিয়ে । , Ø হেন কালে শৈল রাণী, এলো যেন পাগলিনী ; মুখে সাহি সরে বাণী,