পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ۶۵) রুৈল ও চাদমুখ চেয়ে । কমলাকাস্তের ভাষা, পুরিল মনের আশা ; বিরিঞ্চি বাঞ্ছিত নিধি, বিধি দিল মিলাইয়ে। ২২৮ ॥ & রাগিণী সিন্ধোড়া। তাল জলদ তেতালা ॥ জয় জয় মঙ্গল বাজন, বাজে ঘনে ঘন ; আগো রাণি ঐ এলো গিরি, রাণি গো! গৌরীরে লয়ে। কি কর শিখর রমণি ! গৃহ অন্তরে, মা ! তনয়া দেখ না আদিয়ে ৷ শুনিয়ে জয়ার বাণী, অমনি ধাইল রাণী, পুলকে পূর্ণিত হইয়ে। ক্ষণে অচেতনা, ক্ষণে স্থকিত নয়ন, রাণী ক্ষণে ডাকে উমা বলিয়ে ৷ বাহির প্রাঙ্গনে আসি, দুরে গেল দুঃখরাশি, উমাশশী মুখ হেরিয়ে। ত্ৰিগুণ জননী, অনায়াসে গিরিগেহিণী, কোলে নিল করে ধরিয়ে ॥ সারি সারি মারী ধায়, সবে সুমঙ্গল গায়, কোলাহল রব করিয়ে। কমলাকাস্ত, হেরি ঐমুখ মণ্ডল, নাচে করতালি দিয়ে। ২২১ রাগিণী পরজ কালাংড়া। তাল জলদ তেতাল ॥ এলো গিরিরাজ, রাণি । উমারে লইয়ে, গো । কি কর কি কর গৃহে, দেখ না আসিয়ে, গো । লম্বোদর কোলে করি, আগে আগে ধায় গিরি, ষড়ানন অঙ্গুলি ধরিয়ে। তারপাছে উমা ধায়, তোমার মুখ চেয়ে, গো ! ॥ সখীর বচন শুনি, ধায় যেন চকোরিণী, শশিরে ষোড়শী নিরখিয়ে । তেমতি ধাইল রাণী, উনমত্তা হৈয়ে, গো ! Q আঙ্গিনার বাহিরে আসি, হেরি গৌরী মুখশশী, কোলে নিল বরণ বরিয়ে। পুলকে কমলাকান্ত, গিরিপুরে আনন্দ দেখিয়ে। ২৩• ॥ রাগিণী বিভুষি যোগিয়া । তাল জলদ cऊऊtव्लl ॥ এলো গিরি দুদিনী, লয়ে স্বমঙ্গল ধ্বনি, ঐ শুন ওগো রাণি। 彈 চল বরণ বরিয়ে, উমা আনি যেয়ে কি কর পাষাণ রমণি, গো ।।