( v8 ) অমনি উঠিয়ে পুলকিত হৈয়ে, ধাইল ষেন পাগলিনী। চলিতে চঞ্চল, খসিল কুস্তল, অঞ্চল লোটায়ে ধরণী ॥ আঙ্গিনার বাহিরে, হেরিয়ে গৌরীরে, ক্রত কোলে নিল রাণী । অমিয় বরধি, উমামুখ শশী, চুম্বয়ে যেন চকোরিণী ॥ গৌরী কোলে করি, মেনকা সুন্দরী, ভবনে লইল ভবানী। কমলাকাস্তের, পুলকে অন্তর, হেরি ও বিধুমুখ খানি। ২৩১ ॥ \ রাগিণী সুরট। তাল একতালা ॥
আমার উমা এলে বলে, রাণী এল্যোকেশে ধায় । যত নগরনাগরী, সারি সারি সারি, দোঁড়ি গৌরী মুখ পানে চায়। কারু পুর্ণ কলসী কক্ষে, কারু শিশু বালক বক্ষে ; কার আধ শিরসি বেণী, কার আধ অলকা শ্রেণী ; বলে চল চল চল, আচল তনয়৷ হেরি ওমা! দৌড়ে আয়। o আসি নগর প্রাস্তভাগে, তমু পুলকিত অনুরাগে ; কেহ চন্দ্ৰানন হেরি, দ্রুত চুম্বে অধর বারি ; তখনৃ গৌরী কোলে করি, গিরিনারী, প্রেমানন্দে তনু ভেসে যায় ॥ কত যন্ত্র মধুর বাজে, সুর কিন্নীগণ সাজে ; কেহ নাচত কত রঙ্গে, গিরীপুর সহচরী সঙ্গে ; আজু কমলাকাস্ত, গে! হেরি নিতান্ত, মগ্ন দুটি রাঙ্গাপাম । ২৩২ ॥ {Ꭻ রাগিণী পরজ কালাংড়া । তাল ঢিমাতেতলা ॥ গিরিরাণি । এই নাও আেমার উমারে। ধর ধর হরের জীবন ধন ৷ . কত না মিনতি করি, তুষিয়ে ত্ৰিশূল ধারি, প্রাণ উমা আনিলাম নিজপুরে. {?