পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ve ) দেখো মনে রেখ ভয়, সামান্ত তনয়া নয়, ধীয়ে সেবে বিধি বিষ্ণু হরে। ওরাঙ্গাচরণ দুটি, হাঙ্গে রাখেন ধূর্জটি, তিলাৰ্দ্ধ বিচ্ছেদ নাছি করে । # তোমার উমার মায়া, মিগুণে সগুণ কায়া, ছায়ামাত্র জীবনাম ধরে। ব্ৰহ্মাও তাণ্ডোদরী, কালী তার নাম ররি, কৃপা করি পতিতে উদ্ধারে ॥ অসংখ্য তপেরি ফলে, কপট তনয় ছলে, ব্ৰহ্মময়ী মা বলে তোমারে । মেনকারানি কমলাকান্তের বাণী ধন্য ধন্য গিরিষ্কাণি ! তব পুণ্য কে কহিতে পারে। ২৩৩ ৷ J রাগিণী বিভাষ। তাল জলদতেতলা । আল্যে আমার প্রাণেরো অধিক গো ! উমামুখ হেরিয়ে নয়ন জুড়াল, গো ! [ আজু মোর শুভদিন, হেরি ও বিধুরদন, মা ! মনের তিমির দুরে গেল, গো ! ॥ • সবে কয় মা ! গিরিপুরে, হর কি মশানে ফিরে ? মা ! শুনে বড় হ’ৰ উপজিল, গে। ভাল হোলো এলে তুমি, আর না পাঠ আমি, বুঝি বিধি প্রসন্ন হইল, গো ! i আপনার অঞ্চলে রাণী, মুছায়ে চাদমুখ খানি, প্রাণ উমা কোলেতে লইল, গো । হেরিয়ে ও চাদমুখ, পাশরিল সব স্থখ, রাণী, কুঙ্গের সাগর উথলিল, গো ॥ لمبے চারিদিগে পুরনারী; মাঙ্গে রাণী কোলে গৌরী, ভবজায়া ভবনে লইল। কমলাকাম্ভের বাণী, উঠিল মঙ্গল ধ্বনি, গিরিপুরে কি আনন্দ হোলো, গো”। ২৩৪ ॥ * b"