পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( va ) রাগিণী সিন্ধু মলতান । তাল জলদ তেতাল ॥ শুনেছি মা ! মহিমা তোমার, ওগো প্রাণ গৌরি! তুমি ত্ৰিভুবন জননী ॥ মোর মনে ভ্রাক্তি, অভয় নিজ নলিনী, মা ! কি জানি কুলকামিনী ॥ পৃথিব্যাদি পঞ্চতত্ত্ব, তুমি তমোরজঃ সত্ব, মাগো ! তুমি গুণময়ী গুণ রূপিণী। নিগুৰ্ণ নীরূপ নিরঞ্জন বিস্তু তারে মা! তব গুণে সগুণ গণি । معر অবিদ্যা অপর পর, বিদ্যা তুমি পরাৎপর, মা গো ! তুমি বিশ্বময়ী বিশ্বকারিণী। যে জন যে রূপে ভজে, মা তার হৃদয়াম্বুজে, সেইরূপে গতি দায়িনী ॥ অসংখ্য তপের ফলে, তোমাধন পেয়েছি কোলে, মা গো ! তুমি । দয়াময়ী দুঃখহারিণী। কমলাকাস্তের গতি, হে মা ! তব নাম, ভব জলনিধি তরণী ॥ ২৩৭ ৷ * রাগিণী খট যোগিয়া। তাল জলদ তেতালা । • রাণী বলে জটিল শঙ্কর, কেমন আছো গো! হর, চন্দ্রশেখর শূলপাণি, গো! ৷ যে অবধি নয়নে, হেরিলাম ত্ৰিলোচনে, আমি তোমার অধিক . র্তারে জানি, গো ! ॥ তার পরিধান বাঘছাল, আভরণ হাড়মাল, মুকুট ভূষণ শিশুফণি । জিনি রজুতাচল, অতিশয় মুনিৰ্ম্মল, ভস্ম ভূষিত তমুখানি । আমার শপথ তোরে, স্বরূপে কহনা মোরে, প্রবল সতিনী মুল্লখুনী। স্বামীর সোহাগে ভাষে, সে তোরে কেমন বাসে, তাই ভাবি দিবস রজনী, গো ! [ •