পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৯ s ) আমার মনের আগুণ, দ্বিগুণ উথলে কেন, মা ! বুঝি গিরি পাঠাবে এখনি । কমলাকাস্তের, নিষেধ নামানে প্রাণ, নাছাড়িব । চরণ দুখানি ॥ ২৪২ ॥ রাগিণী ঝিকিট। তাল ঠুংরি ॥ জয়া বলগো ! পাঠান হবে না, হর মায়ের বেদন কেমন জানেনা | তুমি যত বল আর, করি অঙ্গীকার, ওকথা আমারে বোলোনা । ওগো ! হৃদয় মাকারে, রাখিব বাছারে, প্রহরী এদুট নয়ন। যদি গিরিবর আসি কিছু কয়, জয় ! তখনি ত্যজিব জীবন। সবে মাত্র ধন, গৌরী মোর প্রাণ, তিন দিন যদি রয়না। তবে কিমুখ আমার, এছার ভবনে, এদুঃখে প্রাণ আমার রবেন । যাতনা কেমন, নাজানে কখন, বিশেষে রাজার কুমারী। আর কত দুঃখ পাবে সেখানে জয় ! হর যে জনম ভিক্ষারি। ওগো ! শ্মশানে মশানে, লৈয়ে যায় সে ধনে, আপনার গুণ কিছু জানেন। আবার কোন লাজে হর, এসেছেন লইতে, জানেন যে বিদায় দেবে না । তখন জয়া কহে বাণী, শুন শৈলরাণি ! উপদেশ কহি তোমারে । • কত বিরিঞ্চি বাঞ্ছিত ওই পদ, তুমি তনয়া ভেবেছ যাহারে। কমলাकीरख्नु, নিবেদন ধর, শিব বিনা শিবা পাৰুেনা । যদি জামাতা শঙ্করে, পার রাখিবারে, তবে তোমার গৌরী যাবে না। ২৪৩ ॥ o রাগিণী পরজ কালাংড়া । তাল টিমে তেতালা ॥ আমার গৌরীরে লয়ে যায়, হর আসিয়ে । কি কর হে গিরিবর । রঙ্গ দেখ বসিয়ে ।