পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণপ্রেম বিষয়ক পদ । রাগিণী মুলতান। একতালা । আমার গৌর নাচেরে যাচে হরিনাম সংকীৰ্ত্তন রস প্রকাশে । হরি হরি বলি, দেয় করতালি, কলি কলুষ নাশে ॥ তড়িত পুঞ্জ জড়িত কায়, শরত ইন্দু বদন তায় ; একি আনন্দ ভকতবৃন্দ, মগন প্ৰেম-পাশে । । ස ক্ষণে অচেতন অবশ অঙ্গ, ক্ষণে পুলকিত ভকত সঙ্গ ; রাধা পুন রাধ্য ভাব প্রসঙ্গ, প্রকট সুখ বিলাসে । নব কি নবকরে করঙ্গ, দণ্ডপাণি একি তরঙ্গ ; কমলাকান্ত হেরি অনন্ত, মিনতি ভকত আশে ॥ Հ8Ն) || \\ রাগিণী দেশমল্লার । তালজলদ তেতাল । জয় জয় মাধব মুকুন্দ মুরারি ॥ জয় বৃন্দাবনচন্দ্র, জয় নদস্থত, জয় বৃকভানু কুমারী। পীতাম্বর ধর, বনমালা ধর, বাধাধর বনোয়ারি । ব্রজবনিতা সুখ, দায়ক নায়ক, জয় পীতম জয় প্যারী ॥ জয় গোবিন্দ গোপাল, জনাৰ্দ্দন জয় গোবৰ্দ্ধনধারী। কমলাকাস্ত অনন্ত সুখ দায়ক, মোহন রাসবিহারী ॥ ২৪৭ ॥ রাগিণী পরজ। তাল চিমাতেতালা। হে গুণম | পরম পুরুষ গুণধাম । মম হৃদি সরোজ নিবাস বধু, পূরয় মনোভিরাম ॥ গুণাকর গুণনিধি, সগুণ অগুণ বিধি, অতি অনুপম তুয়া নাম। কমলাকান্ত জীবন ধন প্রাণ, তব গুণে রত বন্ধ যাম। ২৪৮