( సిరి ) রাগিণী কালাংড়া । তাল একতাল। । , পীরীতি না জানে কাল, গো সজনি ! ॥ অকারণে ধনপ্রাণে, মজিল অবলা । রতন বলিয়া গলে পরিলাম কলঙ্কের মালা ॥ অমৃত রুপিলে সখী, উপজে বিষের শাখী, কি জানে কুলের বালা । কমলাকাস্তের রাত, জাগে না বুঝিয়ে, ঘটিল বিষয় জাল ॥ ২৪১ ৷ রাগিণী ইমন। তাল জলদ তেতালা । সে নিদারুণ কালা, কেমনে জানিব আমি কুলের অবলা ॥ আগে যদি জানিতাম, তবে কেন মজিতাম ; প্রেম নয়, হয় কিবল পরাণের জালা ॥ " যখন পারিতি করলে, আনি চাদ হাতে দিলে, ভুলাইলে মধুর বচনে কুলবালা। কমলাকাস্তের বাণী, শুন ওগো সজনি ! শেষে ঘটাইলে মোরে, কলঙ্কের ডালা ॥ ২৫০ ॥ রাগিণী পরজ কালাংড়া। তাল জলদতোলা । এখনি আসিবে বন্ধু, প্রাণসজনি । সে তোমার অমুগত, আমি ভাল জানি ॥ এসো এসো বেশ, বানায়ে দিব মনের মত ; আজু সে রসিকবর, সঙ্গে বুঞ্চিবে রজনী ॥ পর পর কাজল রেখা দুটি নয়নে, ধর ধর অধর সুরঙ্গ রঙ্গিণী । কমলাকান্ত মিনতি রাধ কুঙ্গরি। বেথুন স্থার খাম, সখি সাজ গো! তেমনি ॥ ২৫১ IP
পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।