( సి& ) কমলাকাস্তের বাণী, শুন গো প্রাণ সজনি ! সখি ! অকলঙ্ক কুলে, বুঝি কলঙ্ক ঘটিল। ২৫৪ | রাগিণী লুম্ঝিঝিটু। তাল জলদৃতেতালা । এতদিনে তোমারে জানিলাম। জানিলাম যেমন আমার, সুহৃদ তুমি ওহে শুাম! ॥ • সুখের কারণ, জীবন যৌবন, ভাল জনারে কুপিলাম ॥ তুমি কর নাথ, মধুকর ব্রত, জাগে যদি জানিতাম । তবে কেন ভুলে, কালী দিতাম কুলে মিছা কলঙ্কে ডুবিলাম। ভুলেছিলাম ভ্ৰমে, যত সুখ প্রেমে, এখন আমি বুঝিলাম। কমলাকাস্তের, অন্তর বাহির, ভাবিয়ে কালী হইলাম ॥ ২৫৫ ॥ রাগিণী ইমন। তাল জলদ তেতালা । সেইরূপে সদা মন ধায়। আমি কি হেরিলাম যমুনা বিপিনে ॥ মধুর মুরলি ষে বিধু বদনে । ত্রিভঙ্গ ভঙ্গিম, রূপ নিরূপম, কেন হেরিলাম, আমি কি করিলাম। বঙ্কিম চাহনি চঞ্চল নয়নে ॥ Q... কমলাকাস্তের বাণী; শুন ওগো সজনি ; আমি ভুলিলাম, সকলি সুপিলাম । মজিলাম মজিলাম, নবঘন বরণে ॥ ২৫৬ ॥ রাগিী কালাংড়া। তাল একতাল। । ওহে #ধু! তোমার কি যে, তুমি কি করিবে পরবশ। তোমারে পুরাতে হয়, অনেকেরই আশ ॥
পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।