পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(هه ) রাগিণী কালাংড়া। তাল জলদ তেতাল। נ: X পিরীতি রতন, কহ সখি! কেমনে রাখিব। আমার ধেমন মন, সে নহে তেমন ॥ মনে মনে সাধ, ছিল মোর সরল অন্তর যার, তারি সনে করিব মিলন। জারে প্রাণ সখি ! কে জানে শঠের সঙ্গে, দহিবে জীবন ॥ মান অপমান, না ভাবিয়ে তাহার অধিনী হৈয়ে, তারি সুখে দুঃখ নিবারণ। কনলাকাস্তেরে কৈয়ো এই নিবেদন ॥ ২৬৭ ৷ রাগিণী বেহাগড়া। তাল ছেবকা । শুাম নাজানি কেন বঁধু দগধে আমায়। পেয়ে সে কেমন রস, যদি শ্যাম পরবশ, তবে কেন অামারে জাগায় ॥ ভ্রমর নিকুঞ্জ বনে, মজিল আসব পানে, মাতিল মদন মধুবার। প্রেমদায়ী মুখ-নিশি, বিষ বরিষয়ে শশী, এখন আমি কি করি উপায় । কমলাকাস্তের বাণী, শুন ওগো সজনী ! হৃদয়ে ছাত্ম শ্যামরায় । নাজানি নিতান্ত সদয় হয়েছে কোনজনে, মোরে বধি কাহারে જૂડ્ઝઃ ।ો ૨૭ Iા * রাগিণী খাম্বাজ বাহার। তাল জলদ তেতালা । কার সঙ্গে রজনী জাগিয়ে অঙ্গ তোমার । হৃদি নৰ্থ ছিন্ন ভিন্ন তনু আতি, হেরি মন ভ্রাস্তি আমার ॥ কার নয়নের অঞ্জন বয়ানে পরেছ হে! রসিকের এই ব্যবহার ! পীতাম্বর পরিহরি, পর পরিধেয় পরি; বাসন্ম পুরাইলে কার ॥ তোমার ললাটে সাবক, পাবক নিন্দিত খণ্ডিত গজমতিহার। কমলাকাস্ত এসেছ নিশি বঞ্চিয়ে, নিজগুণ কীিয়ে প্রচার। ২৬১ ৷৷