পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ ) রাগিণী পরজ। তাল জলদ্র তেতাল।। মা ! আমারে তারিতে হবে, আমি অতি হীন দুরাচার। না ভাবিয়া কারণ মজিলাম ভবে ॥ পতিত দেখিয়া যদি, না তার ভব জলধি, পতিতপাবনী নামে কলঙ্ক রবে ॥ * কমলাকাস্তের মন ! বিষয় না ত্যজ কেন, বৃথা জনম মম ধিকৃ মানবে ॥ ৩ : রাগিণী পরজ। তাল জলদ তেতালা। কি আগো শু্যামাসুন্দরি মন মোহিলে । অপরূপ দেখ ভূপ বাম কে সমরে । ষোড়শী মনসি নিবসন্তে বামা, গুণময়ি গুণে বান্ধিলে । কমলাকান্ত তিমির কুল আকুল, দিবানিশি সম করিলে । কিমপর সুরগণ, হরিলে হরের মন, চরণ হৃদয়ে ধরিলে ॥ ৪ ॥ রাগিণী পরজ কালাংড়া । তাল জলদ তেতালা । কেনে মন ভূলিল, তামারূপ হেরিয়ে, আমিত কিছুই না জানি ॥ ধন পরিজন, মুখ বাসনা যত, আমার খুচিল হেন অনুমানি । , সহজে উলঙ্গ অঙ্গ, নাহি সম্বরে, বামা সজল জলদ তনুখানি । না জানি কি তন্ত্র মন্ত্র গুণ জানে বাম, কি গুণে স্ববশ করে প্রাণী ॥ যদি মন চিন্ত্য, চারু চরণাম্বুজ, সে ধন লইল শূলপাণি। কমলাকান্ত কিঞ্চিত মন আশা, কালী নামামৃত মধুরস বাণী ॥ ৫। রাগিণী পরজ কালাংড়া। তাল জলদ তেতালা । কালরূপ হেরে নয়ন জুড়ায় রে, আরে ও নবীন জলদ । মরি মরি সুন্দরী, ঐবদন হেরি হেরি,তিমিরারি তিমিরে মিশায় রে ॥