পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ) কমলাকাস্তের অন্তরে ওরূপ জাগে, দিবানিশি পাশরিলে পাশরা नाँ पाँझ cन्न ! ७ ॥ রাগিণী পরজ। তাল একতাল। ইন্দীবর নিন্দি তনু সজল জলদ জিনি কায়া। নীলাম্বুজ নীল মরকত হিমকর দিনকর কিবা হরজায়া । অঞ্জন দলিত স্থগিত জঘনা, যেন অপরা কুসুম সম নীলকায় ৷ কমলাকান্ত আশ মম মানসে, শীতল চরণ যুগল ছায় ৷ ৭ ৷৷ রাগিণী পরজ । তাল জলদ তেতালা । শুrাম আজু ধীর, কলেবরে নৃত্যয়ি মম হৃদয়ে মা গো। নূতন জলধর, রূপ মনোহর, দোলিত মন্দ সমীরে গো।। বিগলিত কুন্তল, জলে ভালে বিধু, ভূষণ নর কর শির। ত্রিপুরারি তনু তরণী অবলম্বনে, সুধাময় সিন্ধু গভীরে গো ৷ তরুণ-বয়সি তরুণ-শিব সঙ্গে, পুলকিত শুrামা শরীর। কমলাকান্ত মনোহর রূপ হেরি, বরিষয়ে আনন্দ নীর। ৮ ৷৷ রাগিণী পরজ। তাল জলদ তেতালা । বামার বয়স নবীন। না জানি এমন মেয়ে সমরে প্রবীণ । সুচারু অঙ্গেরি শোভা কটিতট ক্ষীণ । সুরামুরগণ মাঝে বসন বিহীন। . বুঝি এলো দুয়াময়ী হইয়ে কঠিন। চরণে ত্যজিব তনু আজি শুভদিন। তনু দিয়া তরে কত শত ক্রিয়াহীন। কমলাকাস্তের হরে মনের মলিন ॥ ခု' §