( 8 ) রাগিণী পরজ। তাল জলদ তেতালা । , কেহ কি আপনার আছেরে, শু্যামাধন মিলায়ে দেয় আমারে। তেজিয়া তমুর আশা, প্রাণ দিয়ে তুষিব তারে। আমি ত ইন্দ্রিয় বশে, ভুলে আছি মায় পাশে, এমন সুহৃদ কেবা মনে দুঃখ কব কারে ॥ মন রে! ইন্দ্রিয় রাজ, এ নহে অন্যের কাজ, কমলাকস্তের ভার সাধিতে উচিত তোমারে ॥ ১০ ॥ রাগিণী পরজ। তাল একতালা । তনুতরি ভাসিল আমার, ভব-সাগরে ৷ মনরে স্বজন নেয়ে, সাবধানে যাও বেয়ে, দেখ যেন ডুবাইও না পাথারে | দশেক্রিয় দাড়ি তায়, কুপথে তরণী বায়, যতনে দমনে রাধ সবারে ॥ কালী নামে ধর হাল, কুণ্ডলিনী কর পাল, বেয়ে দে ভাই, সুধাময় সমীরে ॥ কামাদি জগাতি ছয়, মহামস্ত্রে কর জয়, পথে যেন বিড়ম্বন না করে । কমলাকাস্তেরে লয়ে, কালী নামের সারি গেয়ে, সুখে চল । সদানন্দ নগরে ॥ ১১ ৷৷ রাগিণী খাম্বাজ । তাল छज्ञन् তেতালা । তুমি কার ঘরের মেয়ে কালি গো! আপনার বুঙ্গরসে মগনা আপনি ॥ Ꮏ) X কে জানে কেমন তব, রূপ নিরুপম নিরক্ষিয়ে না বুঝি মা ! দিন কি যামিনী ॥ -
পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।