পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( v ) রাগিণী ঝিবিট। তাল একতালা ॥ নয়ন ! কি দেখরে বাহিরে, তুমি আগে দেখ আপনারে। এখনি জুড়াবে তনু, রে প্রবিশ অস্তরে। তড়িত জড়িত ঘন, বরিষে আনন্দ ধন, সতত ষোড়শী শশী অমিয় বিতরে । সে রসে বিরস কেন, কর রে আমারে। রবি শশী এক ঠাই, দিবস রজনী নাই, বিনাশে নিবিড় তম, নিবিড় তিমিরে। কমলাকাস্তের অাখি! এমন দেখেছ কোথারে। ২১ ॥ রাগিণী মল্লার । তাল একতাল।। দেখ না ! সমর আলো করে কার কামিনী । কেরে সজল জলদ জিনিয়ে কায়, দশন মধ্যে দামিনী ৷ আলিয়ে চাচর চিকুর পাশ, সুরাসুর মাঝে না করে ত্রাশ, অট্র হাসে দানব নাশে, রণ প্রকাশে রঙ্গিণী ॥ কিবা শোভা করে শ্রমজ বিলু, ঘন তনু ঘেরি কুমুদ বন্ধু, অমিয় সিন্ধু হেরিয়ে ইন্দু, মলিন একোন মোহিনী । একি অসম্ভব ভব পরাভব, পদতলে শৰ সদৃশ নিরব, কমলাকান্ত কর অনুভব, কে বটে ও গজ গামিনী ॥ ২২ ৷৷ রাগিণী ঝিবিট। তাল টিম তেতাল । ও নব রূপসী ঘন শুমা, মরি রে সকল গুণধামা, নয়ন ভুলেছে মন বেন্ধেছে বামা কেরে । কে বলে উহারে কালে, ত্রিভুবন করেছে আলো, আমরি,অকলঙ্ক ষোড়শী বামা ॥ • * ক্ষণে ক্ষণে অনুমানি, হুচুঞ্চল সৌদামিনী, ক্ষণে নীল কাদম্বিনী,