পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( S ) মহেশ,উরসি। কমলাকাস্তের মন, নিগমন খামারূপে, ভুবনমোহিনী মুক্তকেশী বাম ॥ ২৩ ৷ রাগিণী ঝিবিট । তাল ঢিমা তেতালা । শুামা আমার কালে কে বলে, আরে মন ! কি বল । ঘোর রূপে ঘোর তিমির নাশে, কাম রিপু অমনি ভুলিল, রে। কালীরে অনন্ত রবি শশী তেজ, আরে কোটি ইন্দু সমান শীতল। কমলাকান্ত ওরূপ হেরিয়ে নাহি দেখে সমতুল, রে ॥ ২৪ ৷ রাগিণী ঝিকিটু। তাল টিম তেতালা । মন প্রাণধন সর বস। আমার শ্যামা পরমা পরম শিবমোহিনী। মম হৃদি সরোরুহে সতত নিবস, মা ! ॥ সুধাময় শ্যামাতনু, অজ্ঞান তিমির ভানু, সে জন কেমন যার হৃদয়ে প্রকাশ। ইন্দ্রিদি সম্পদ তারে অতি উপহাস, গো ! ॥ যোগীন্দ্র মুনীন্দ্র অজ, সেবি তব পদাম্বুজ, যার যে বাতি লভে, মন অভিলাষ। কমলাকান্তেরে তার, তবে জানি যশ, গো i ॥ ২৫ ॥ রাগিণী সিন্ধু। তাল টিম তেতালা । তারা ! মৰ্ম মানস ভৃঙ্গ, ভ্রময়ে বিফলে। কদাচ না রয় গো ! মন চরণ কমলে ॥ আমি কি করিব বল, গুণে বান্ধিলে, হে মা গুণময়ি! সকল, কি ক্ষতি তোমার, গে। তারা! তনয়ে হেরিলে ৷ কমলাকান্ত হতে অতি চুরিতে, হে মা! কুরু কৃপা পতিতে, কেমনে তরিব ভূর্বে, তুমি না তারিলে r২৬।