পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( S) ) রাগিণী ঝিকিটু। তাল একতাল।। এতদিনে জানিলাম দয়াময়ী কালী, গো ; কাতর দেখিয়ে দীনে দরশন দিলি, মা ! ! এই মনে ছিল ভয়, আমি অতি দুরাশয়, অধম দেখিয়ে জগতে রাখিলি, গো ! ! কমলাকান্তের বাণী, হেন মনে অনুমানি, বুঝি শ্ৰীনাথের কথা, সফল করিলি, মা ! ! ৩০ ॥ রাগিণী কালাংড়া। তাল টিম তেতালা । শ্যামা রূপে নয়ন ভুলেছে। অতি নিরুপম রূপ চিকণ কাল তেঁই । তা নইলে ত্রিলোচন, পরম যতনে কেন, হৃদয় মার্কারে রেখেছে। শশী ভ্ৰমে চকোরিণী, ঘন ভ্ৰমে চাতকিনী, নলিনী ভরমে ভ্রমরিণী, এসেছে। হারাইয়ে নিজ মণি, ব্যাকুল হইয়া ফণি, রূপ নিরখিয়ে রয়েছে ৷ হেরিয়ে কুসুম ধনু, অভিমানে ত্যজি তনু, ৰিৱহিনী হয়ে শরণ লয়েছে । ওরূপ আনন্দ নিধি, কমলাকাস্তের হদি, কমলে প্রকাশ করেছে ॥ ৩১ ৷ রাগিনী কালাংড়া। তাল ঢিমা তেতালা । কেরে বামা ! হর হৃদিপরে নগন । আনন্দে নাচিছে কত বাজিছে বাজনা ৷ ভুবন আলোঁনীল চাদে, মুক্তকেশ নাহি বান্ধে, আপনার রঙ্গরসে, আপনি মগন ।