( s३ ) কে কোধা দেখেছ তাই, নয় বশ এক ঠাই, চঞ্চল কি ধীর কিছু জানা গেল না। কালো কি উজ্জ্বল তনু, শশী কি নিৰ্ম্মল ভামু, ওরূপ হেরিয়া দিব কিরূপে তুলনা । বিধু মুখে মৃদু হাসে, সদা সুধানন্দে ভাষে, হেরিলে না রহে স্বম জন্ম যাতনা। ওরূপ অন্তরে রাখি, হৃদয় মাকারে দেখি, কমলাকাস্তের এই মনের বাসন ॥ ৩২ ৷ রাগিণী কালাংড়া। তাল জলদ্র তেতালা। . শিব হৃদে নাচিতে নাচিতে, চিকুর এলুলো । প্রেমাবেশে শ্যামাতনু অবশ হইল । কেৱে অকলঙ্ক বিধুমুখী, সুধাপানে অতি সুখী, নিরধি জীবন জুড়ালো। আসব অলসে শ্যামার বসন খসিল । সুধাময় সিন্ধু শিব উরে, অখণ্ড আনন্দ নীরে, সুখের তরণী ভাসিল। হেরিন্থে নয়ন মন, ভুলিয়ে রহিল। * একি অপরূপ নিরুপমা, নিরঞ্জনী নিরাকারা, নিজ গুণে প্রকাশ হলো। কমলাকাস্তের মনস্কামনা পুরিল ॥ ৩৩ ৷ রাগিণী কালাংড়া। তাল জলদ্র তেতালা । রঙ্গিনী রণমাঝে, বিহরে শ্যামা, গো ! ॥ রতন মুপুর, বাজে সুমধুর, হর হৃদি চরণ বিরাজে। বাজী ধরি ধরি, বস্থানেতে পুরে, গরাসে বারণ দারুণ সমরে। সঙ্গে সহচরী, নাচে দিগম্বরী, রণ জয়ী মাদল বাজে।। Q নৰ জলধর, বরণ সুন্দর, ধরণ চুম্বয়ে লম্বিত চিকুরে। কমলাকাস্তের, মন মধুকর, মগন চরণ সরাজে ॥ ৩৪ ৷৷
পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।