পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २8 ) রাগিণী কালাংড়া । তাল জলদ তেতাল । বঞ্চনাতে তোর, আমরি, বাজি হইল ভোর, রে মন! কালী পদ সুধারসে, না হলি চকোর । হইয়াছ দৃশের রাজা, দমনে না রাখ প্রজ, একি অবিচার দেখি সাধুরে বান্ধে চোর। *. কত বা বুঝাব তোরে, আমার কেহ না করে, ভাবিয়ে করেছি সার নামের ডস্কা জোর। কমলাকাস্তের মন, তুমি মিছা ফেরে ফের কেন, স্বরে থাক মারে ডাক মিনতি রাখ মোর ॥ ৩৮ ॥ রাগিণী জঙ্গলা ঝিঝিট। তাল একতাল।। নিশি জাগিয়ে পোহাও, জননীর গুণ গেয়ে । কি সুখ চৈতন্য দেহে, অচৈতন্য হইয়ে, রে! নিদ্রায় কি আছে ফল, মহানিদ্রা নিকট হইল, মন! তখনি মনের সাধ, পুরাবে ঘুমায়ে, রে । যদি না ঘুমালে নয়, যোগ নিদ্রা উচিত হয়, তামারূপ সপনে দেখ, নয়ন মুদিয়ে ॥ কমলাকাস্তের চিত, মিছা সুখে অমুগত, মন! সকল সুখের • সুধানিধি, গিরিরাজের মেয়ে, রে ; ৩১ ৷ রাগিণী কালাংড়া। তাল . . . লি । ওরে কিছু পথের সম্বল কর ভাই। ঐহিকের যত মুখ হলো হলো নাই নাই। ক্রোশেক দুই ক্রোশেক যেতে, গোঁঠে বেন্ধে লও খেতে, এবড় দুর্গম পৰে, মাথা কুড়লে পেতে নাই।