পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( St ) বাণিজ্য ব্যবসায় এসে, মূলে টানাটানি শেষে, এখন উপায় বল, কল্পতরু মূলে যাই। কমলাকাস্তের মন! তথা আছে মহাধন, সকল আশায় দিয়ে ছাই, দৃঢ় করে ধর তাই ॥ ৪০ ৷ রাগিণী মুলতান। তাল একতাল। আমার অসময় কে আছে করুণাময়ি ! , ও পদে বিপদ নাশে, নিতান্ত ভরসা ওই । কখন কখন মনে করি, ধন পরিজন, কোথা রব কোথা রবে, সে ভাব থাকয়ে কৈ। মজিয়ে বিষয় বিষে, দিন গেল রিপু বশে, আপনারি ক্রিয়া দোষে, অশেষ যন্ত্রণা সই ৷ মুকুতি যে জন, সে সাধনে পাবে শ্রীচরণ, অকৃতি অধম প্রতি, কি গতি তারিণী বই । কমলাকাস্তের আশ, হইতে চায় মা ! তৰ দাস, কেন হবে মন বশ, আমিত তাদৃশ নই ৷৷ ৪১ ৷ রাগিণী ললিত যোগিয়া। তাল জল তেতালা । শুপমা যদি হের নয়নে একবার, গো ! ইথে বল ক্ষতি কি তোমার । জননী হইয়ে, এত যন্ত্রণা দেখিয়ে, দয়া না করিলে একোন বিচার ॥ আগম নিগমে শুনি, পতিত পাবনী ভূমি, আমি যে পতিত দুরাচার। অধম তারণ যশ, যদি মনে অভিলাষ, কমলাকাস্তেরে কর পার, গো ॥৪২ রাগিণী খাম্বাজ। তাল একতাল। • উম্নে ! ত্রাণ দেমা শিবে । ত্রাণ দে। তৃষিত চাতুকী, যেমত নিরখি, নব ঘন তব চরণ গো ॥ আমি দুরাচারি, শরণ তোমারি, নিস্তার এম্বোর ভবে।