পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( مثلا ) তুমি জননি, জমন হারিণী, সৃষ্টি স্থিতি সংহারিণী ; হে কঙ্কালে, শশধর তালে, গিরিজা ভবানী ভবে। জয় প্রচণ্ড, শমন মূলনী, কমলাকাস্ত কৃতান্ত ভয়ে। ত্ৰাহি মহেশি, বিগলিত কেশি, তরি ভবরাণি তবে ॥ ৪৩ ৷ भ, রাগিণী बलिउ । তাল একতাল।। এত চঞ্চল হইয়াছ তারা ! কি কারণে বল, মা। শ্মশানে মসানে ফের মা ! সেখানে কি ফল, গো । তারা মোর নয়নের তারা, ক্ষণে ক্ষণে হই হারা, ক্ষেপা মেয়ে হৃদয় মন্দিরে বসি খেল, গো । v. না বুঝি কারণ, বাস না সম্বর কেন, তোমার তিলেক অবসর নাই মা ! বান্ধিতে কুন্তল, গো । কমলাকাত্তের এই কথা রাখ কৃপাময়ি! তোমার গুণে বান্ধী নিগুণ পালঙ্কে বসি দোল, গো ৪৪ ৷ রাগিণী বেহাগ । তাল জলদ তেতালা । আজু কেন লোল রসনা বিবসনা শবাসনোপরে, হর উরে কি কর জননি। গলিত অম্বর কেশ, ধরেছ মা কেমন বেশ, পদভরে কম্পিতা ধরণী ॥ ó নর কর শির হার, একি তব অলঙ্কার, কি কারণে না পর অম্বর হেমমণি । ত্যজি মণিমন্দির, কেন মা শ্মশানে ফের, উন্মত্ত যেন পাগলিনী ॥ ،فو ক্ষণে ক্ষণে হহুঙ্কার, ধরাতে না সহে ভার, কুম্পিত হয়েছে সহ করি কুৰ্ম্ম ফণি। কমলাকাত্তের এই নিবেদন ব্রহ্মময়ুি, হর উরে ধীরে ধীরে নাচ, গো জননি! ॥ ৪৫ ৷ ”