পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 38 ) রাগিণী খট। তাল একতালা । তারা-চরণ কর সার, রে মানস । বিষয় বিরলে ত্যজ, কেন মজ মিছা ভ্ৰমে ॥ এসেছ অসার ভবে, কেন মর মিছা লোস্তুে; ভেবে দেখ তুষি কার, কে আছে তোমার ! এ ধন যৌবন পরিজন কি তোর সঙ্গে যাবে, এমন রতন কায়া কোথা রব কোথা রবে । কমলাকস্তেরে যদি এ শঙ্কটে নিস্তারিৰে। এখন যতনে রাখ বচন আমার, রে! : ৫৩ ৷ রাগিণী মালকোষ । তাল জলদ তেতালা । আগো শু্যাম গো! আপনি হয়েছ দিগম্বরী শুrাম দিগম্বর হরো পরে, মা ৷ - এ কেমন পাগলীর বেশ, আলায়ে পড়েছে কেশ, কত মাচ লম্বিত চিকুরে, গো আগো মা ! বুঝিলাম ব্যবহার, যত দেখি পরিবার, উন্মত্ত হইয়ে নাচে, বাস ন , সম্বরে । কমলেরে এই বিধি, নিকটে রাখিবে যদি, তবে দিগম্বর কর মোরে, গো ! ॥ ৫৪ ৷ রাগিণী মুলতান বাহার। তাল জলদ তেতাল। সারদা বিরাজে শ্বেত সরোজে, দেখ রে নয়ন। কি আনন্দ করুণাময়ী ভুবন মাঝে । বীণাফু স্বতন্ত্র মঙ্গল ধ্বনি, মধুর মধুর গরজে। গায়তি হরিগুণা, নৃত্যুতি প্রমগনা, মণিময় নূপুর বাজে। কমলা । বা মান মন ভ্রমর ক্ষু সৰােজ দে । --