পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २० ) রাগ বসন্ত । তাল জৎ । মুতন্ত্রী বীণা বাজয়ি রে, বিহরয়ি মনোহর বেশে । সুখময় সরোজে ত্রিভক্ত তরঙ্গিনী, নৃত্যয়ি তরুণ বয়সে । বেণী শ্রেণী ভূজগাবলী নিন্দিত, লম্বিত উরু যুগ অংশে। লোচনখঞ্জন অঙ্গনে রঞ্জিত, সিন্দ্র তিমির বিধ্বং সে । কমলাকান্ত দেখ রে গগণ বিধু, জলজ কমল বিনাশে । . একি পরমাদ্ভূত পদ নখ চন্দ্রে, হৃদয় কমল পরকাশে ॥ ৫৬ ॥ রাগ বসন্ত । তাল ধামার । কালী কালী কালী তারা বাণী, আরে রটরে ব্লুসন ! এ দীন ৰামিনী ৷ ত্ৰিভূবন জননী, স্থিতি লয় কারিণী, নিগুৰ্ণ সগুণ ব্ৰহ্মপক্ষ দায়িনী ॥ ষোড়শী ভুবন, ভৈরবী ছিন্ন ধূমাবতী মাতঙ্গিনী। বগল কমলা, ইতি দশবাল, দীনদাস কমলাকান্ত মোচনী ॥ ৬৭ ৷ রাগিণী আড়ানা । তাক জলদ তেতালা । গিরিরাজ নন্দিনী, অমুর নাশিনী, অভয় দায়িনী, সুরগণে । তিনলোক পালিনী, মহিষ মদিনী, পতিত তারিণী, ত্রিভুবনে ॥ অতি গৰ্ত্তীর নাদ, বিবাদ মুররিপু, দৈত্য সুত, সব রিপু সনে । মুরাসুর নাগ নরগণ,চরণ সেবিত, সমর ক্ষেত্র সুজম্বনে ৷ ত্ৰিগুণ ধারিণী, তুমি তারা ত্রিনয়নী, ত্ৰিজগত তুভে শুভঙ্গায়িনী। প্রমথ সঙ্গ, বিরাজ ভবভয়, ঘোর তিমির বিনাশিনী। কমলাকান্ত পত্তিতে নিতাপ্ত, শরণ দেহি শিবৈ! তব শ্রীচরণে । শমন ছৱন্ত, অতি বলবন্ত, মিনতি অনন্ত, হের তার নিয়নে ৮