( २२ ) রাগিণী অহংখাম্বাজ। তাল তাল জলদ তেতালা । অভয়ে দেহি শরণং করুণাময়ি কাতরে, অমুগত জন প্রতিপালিনি, গো ! ত্ৰাসিত মম তনু বিষয় নিবন্ধে, ত্ৰাহি ত্রিতাপ বিনাশিনি ! গো ! ত্ৰিভুবন স্বজন পালন লয় কারিনি, শ্রুতি স্মৃতি গতি দায়িনি, গো মা। কমলাকান্ত প্রমোদ প্রদায়িনি, চন্দ্রচূড় হৃদি চারিণি, গো ॥৬২ ॥ রাগিণী সিন্ধু। তাল টিম তেতালা। ’ শঙ্করি শিবে শুামে ভীমে উমে ভবানি । বরদে সারদে আশুতোষ হররাণি ॥ দুঃখ হর ভয় হর, রিপু হর স্মর হর, মনোমোহিনি। চরাচর নাগ নর শুর পালিনি, ভবে অম্বিকে, অমুগত সুত বিহিত কারিণি ! মৃত্যুঞ্জয় হৃদয় চারিণি, শরণাগত কলুষ নাশিনি, কমলাকান্ত হৃদি বিহারিণি ॥ ৬৩ ৷ - * w রাগিণী কালাংড়া । তাল জলদ তেতালা । মানব দেহ পেয়েছিলাম ভবে, তোমার এ তনু তোমারে সপিলাম। ষ কর জননি আমি অবসর হইলাম । অনিত্য সংসার সুখ, তাহে হইলাম বৈমুখ, মান অপমান ছুখ, চুরে তেয়াগিলাম । কমলাকাস্তের ভার, মা বিনে কে লবে আর, ভাবিয়া চরণাম্বুজে শরণ লইলাম। ৬৪ । ` রাগিণী মুলতান । তাল জলদ ত্তোলা । মা! তব চরণান্বত্ব হেরিয়ে জীবন আছে। নতুবা যাতনা যত, ইথে কি মানব বাচেন
পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।