পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २७ ), জ্ঞাতি বন্ধু পরিজন, বিরত থাকিতে প্রাণ, অকৃতি বলিয়ে তারা, করতালি দিয়া নাচে ] o 鼻 কমলাকাস্তের আর, কে আছে ভুবন মাকে, আপনার বলিয়ে আমি, যাব গো মা ! কার কাছে ॥ ৬৫ ৷ রাগিণী খাম্বাজ। তাল একতাল।। AN t তারিণী আমার কেমন, কে জানে তারে, যেমন তার তেমনি ভাল। ছুটী অভয় চরণ, ভাব ওরে মন! অনুমানে তার কি কাজ বল । প্রকৃতি পুরুষ অথবা শূন্য, সেই সে সকলি সকলে ভিন্ন, ধন্য ধন্ত কে জানে অন্ত, ভব র্যারে ভেবে পাগল হলো ॥ নীল পীত শ্বেত লোহিত বর্ণ, কিরূপ কি গুণ কে জানে মৰ্ম্ম ; সে সহজে প্রবীণ, অতি সুনবীনা, স্বভাব নিৰ্ম্মল কথার কালো ॥ * ষেরূপে যে জনা করয়ে ভাবনা, সেই রূপে তার পূরয়ে কামনা ; দ্বৈতভাব ত্যজ, নিত্যানন্দে মজ, অনিত্য ভাবনায় কিআর ফল ॥ কমলাকান্ত কি ভাবনা আর, পেয়েছ ষে ধন হেলে হবে পার, ওপদে বঞ্চিত যে জনা তার, এ কুল ওকুল দুকুল গেল ॥ ৬৬ ৷ রাগিণী হোসেনি টোড়ি । তাল একতালা । শুামা বিনা আর জুড়াইব কিসে, মন রে! তাপিত প্ৰাণ। কুলষ ভুজঙ্গে, গ্ৰাসিত অঙ্গ, জারিল দারুণ বিষে, রে! ॥ বিরিঞ্চি বাঞ্ছিত পদ, নিবসন রে ও মন! পাইয়াছ ঐনাথ আদেশে। তবে কেন মন! ত্যজ এমন ধন, কেবল কপট অলসে ॥ কখন কি হয়, এতলু আপনার নয়, প্রলয় আঁখির নিমিষে। কমলাকাস্তের, বুঝিলাম এতদিনে, ঘুচিল মনের দিশে ॥ ৬৭।