পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ३8 ) রাগিণী খটু। তাল জলা তেতালা। যখন যেমন রূপে রাধিৰে আমাৱে । সকলই সফল যদি না ভুলি তোমারে। জনম করম দুঃখ, মুখ করি মানি, জলঙ্গ বরণী যদি নিরধি অন্তরে, r ו 1:fש বিভূতি ভূষণ কি রতন মণি কাঞ্চন, তরুতলে বাস কি রাজ সিংহাসন ; কমলাকাস্ত উভয় সম সাধন, জননি । নিবস যদি হৃদয় মন্দিরে, গো মা ! ৬৮ ; রাগিণী অহং মুলতান । তাল একতালা । কালীর ইচ্ছা যেমন, রে মন । বৃথা কর ঘাসন । মন! তুমি কি করিবে, কোথা পাবে, কালী না পুরালে কামন । জন্মান্তর ক্রিয়া অনুচর, জীবের যে কিছু যন্ত্রণা। তুমি এই কর মন । ভাব ঐচরণ, মহতের এই মন্ত্রণা । ভূমি ষে ভেবেছ দেহ অভিমান, এসকলই তারই বঞ্চন । সেই সে কত্রী ধাত্রী হত্রী, আর যত সে বিড়ম্বন । কমলাকান্ত মান অপমান, দুরে ত্যজ গুরু গঞ্জন । ভূমি ভাব ভব গৃহিনী, ভবানী, না রবে ভবের ভাবনা । ৬৯ ৷ রামপ্রসাদী সুর । তাল একতাত । কালী বলে ডাক রে মন । আর ভার তোমায় তোমায় দিব না। ভূমি এই কর মন! কথা রাখো, ঘরের বাহির হইও নাকে ॥ স্বরে অাছে ছজন কুজন, তাদের সঙ্গী হইও না মন! কেবল রসনা রঙ্গিয়া বটে, যত্বে তায় স্ববশে রাখো । o