( * ) রাগিণী সিন্ধু কাফি । তাল একতাল। . মনের বাসনা কততুর, কে জানে। মন্ পেয়েছে মনের মত অভয় চরণ হেরিয়ে গো ॥ ঐহিকের যত মুখ, তৃণ করি মানে । ব্ৰতাদি নিয়ম স্বত, তাহে নহে অমুগত, কঙ্কাচ না হলো রত তীর্থ গমনে। কমলাকাস্তের মন, এত উন্মত্ত কেন, চরণ কমল মধুপানে ॥৭৪ ৷ রাগিণী সিন্ধু কাফি। তাল টিম তেতালা । ভ্রময়ে মন, তারা ! তোমারই বশে । এই দেহ যন্ত্ৰ তুমি ঘন্ত্রী, তবগুণে বাধা গুণময়ি, হে মা ! আমি ৰোষি হই কি দোষে । দুর্গম নহে অতি সুখাশ্রয় দুর্গানাম, তাহে কেন তনু অলসে, মা ! হুৰ্জয় বিষয় কঠিন, কমলাকাস্তের মূঢ় মানস, সদা লোভী সেই বিষে ॥ ৭৫ ৷ রাগিণী পিন্ধু কাফি। তাল টিম তেতাল । তারা ! বল, কি অপরাধে, অম্ব অনুরোধে বঞ্চনা করিলে জামায়।. এছার মানব জাতি, সতত চঞ্চলমতি, তায় ক্রোধ কেমনে জুয়ায় ॥ শ্রুতি স্মৃতি পরিহরি, যা মানস তাই করি, ভরসা দিয়াছি তত্ব फ्रोग्नु । কমলাকাস্তের আর কে আছে ভুবন মাঝে, মা! এত সপেছি রাঙ্গা পায় ॥ ৭৬ ৷ রামপ্রসাদী স্বর। তাল একতালা । সদানন্দ-মমি কালি ! মহাকালের মনমােহিনী, gt xt | | তুমি জাপ মুখে আপনি নাচ, জাপলি দেওমা করতালি ।
পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।